বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠক

0

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আল্লামা সিদ্দিকী ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের একটি প্রতিনিধি দল বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে তার কার্যালয়ে বৈঠক করেছেন। সোমবার দুপুরে এই বৈঠকে সিডনিতে আগামী ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার (অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া ২০২৪) সফল ভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন কার্যক্রম বিস্তারিতভাবে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।  

প্রতিমন্ত্রী অত্যন্ত আগ্রহ প্রকাশ করে সিঙ্গেল কান্ট্রি ফেয়ার অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও সাফল্য দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে বলে দৃঢ় মতামত ব্যক্ত করেন। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) সার্বিক সহায়তা প্রদান করবে বলেও বৈঠকে জানানো হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here