বাণিজ্যমন্ত্রীকে ইউএসবিসিআই বিজনেস এক্সপোতে আমন্ত্রণ

0

‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ এ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) কর্তৃক চলতি বছর ৩ দিনব্যাপি এ এক্সপো হবে ২২-২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে।

ফ্লোরিডায় অনুষ্ঠিত ‘২৭তম এশিয়ান এক্সপো-তে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। সেখানেই ইউএসবিসিসিআই’র সভাপতি লিটন আহমেদ এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। 

ইউএসবিসিসিআইয়ের সভাপতি লিটন আহমেদ জানান, আমরা ইতিমধ্যে ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ এর প্রস্তুতি শুরু করেছি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে এই এক্সপোর গুরুত্ব অপরিসীম। বাণিজ্যমন্ত্রী আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন।

লিটন আহমেদ আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশে মার্কিন কোম্পানির বিনিয়োগকে উৎসাহিত করা, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক আরও সম্প্রসারিত করার কাজ করছে ইউএসবিসিসিআই।

উল্লেখ্য, ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা সমৃদ্ধি বাড়ানোর জন্য কাজ করে থাকে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here