ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সদস্যরা। আজ বৃহস্পতিবার যেকোনও সময় গ্রেফতার হতে পারেন তিনি। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তার দল আম আদমি পার্টির নেতারা। ইতোমধ্যে তারা দলীয় কার্যালয়ে জড়ো হয়েছেন।
নেতারা দাবি করেছেন, দিল্লির মদ কেলেঙ্কারিতে ইডির জারি করা তৃতীয় সমনে হাজির না হওয়ায় এই পদক্ষেপ নিতে যাচ্ছে ইডি।
কেজরিওয়ালের গ্রেফতার এবং তার বাসভবনে ইডি অভিযানের আশঙ্কার মধ্যে দলের হাজারো নেতাকর্মী ইতোমধ্যে তার বাসভবনসহ দলীয় সদর দফতরে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেছেন। কেজরিওয়ালের বাসভবনের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
জানা গেছে, দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় জেরা করার জন্য বুধবার কেজরিওয়ালকে তলব করে ইডি। তিনি সমন এড়িয়ে যান। তদন্ত সংস্থার কাছে একটি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন- তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তবে তিনি ওই নোটিশকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন।
গত বছরের ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর দুটি সমনও এড়িয়ে যান কেজরিওয়াল। এএপি’র সুপ্রিমো সেই সমনগুলোকেও ‘অবৈধ’ এবং ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস