বাড়ল জ্বালানি তেলের দাম

0
বাড়ল জ্বালানি তেলের দাম

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ২ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দর জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বিশ্ববাজারে মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে— ডিজেল: ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন: ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রোল: ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কেরোসিন: ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা করা হয়েছে।

নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here