ডিসেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এলো ১০৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৭১৩ কোটি টাকা ৯৮ লাখ ১৫ হাজার টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৭০ পয়সা হিসাবে)। তথ্য অনুযায়ী, এটি আগের মাস নভেম্বর ও আগের বছরের ডিসেম্বর মাসের চেয়ে বেশি। রবিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য বলছে, ডিসেম্বরের ১৫ দিনের প্রতিদিনে প্রবাসী আয় এসেছে সাত কোটি ১৩ লাখ ১৮ হাজার মার্কিন ডলার। আগের বছর একই সময়ে এসেছিল পাঁচ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এছাড়া চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ছয় হাজার ৪৩ লাখ ৩৪ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এ হিসাবে ডিসেম্বর মাসের ১৫ দিনে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯২ কোটি ১৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৭০ হাজার মার্কিন মার্কিন ডলার।