ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, মেধাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার ছলিমাবাদ ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও শ্রেণিকক্ষে মনোযোগী হতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে সে বিষয়ে খেয়াল রাখা, সুষম খাদ্য নিশ্চিত করা এবং নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে, যা জাতির জন্য গভীর বেদনার। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
এ সময় শরীফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. এ কিউ এম সফিউল আজম, বিদ্যালয়ের পরিচালক মাসুদুর রহমান, রূপসদী খোদাইবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের সহকারী প্রধান শিক্ষক রোকেয়া বেগম, প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি এম এ আউয়াল এবং বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।

