বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সোনারামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলে দলীয় নেতা–কর্মীরা অংশ নেন।।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ। পরিচালনা করেন ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সোনারামপুর ইউনিয়ন বিএনপি নেতা ছগির আহমদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা ওয়েশ কুরুনী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল মিয়া, ইউনিয়ন যুবদল নেতা মো. আউলাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্যসচিব লিটন সরকার, পৌর ছাত্রদলের সদ্য সাবেক সদস্যসচিব আতাউর রহমান, ছাত্রদল নেতা আশিকুর রহমান অন্তু, সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন, সদ্য সাবেক সদস্যসচিব রুবেল আহমেদ, ছাত্রদল নেতা মো. আসিফুল হক, মো. সোহেল তাজ ও মো. মাছুম মিয়াসহ অন্যরা।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতা–কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

