বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন যারা

0

দেশের জুয়েলারি শিল্পের বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছেন নয় সাংবাদিক।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে এক জাঁকালো অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমরা রিপোর্টের মান বিষয়বস্তু খেয়াল রেখে বাছাই করেছি। স্বর্ণ কেবল গয়না নয়। একজন নারী যখন একটি গয়না কেনেন তার ভাবনায় থাকে, এটি বিপদে কাজে আসবে। স্বর্ণের বড় মার্কেট তৈরি করতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) উদ্যোগ নিয়েছে। স্বর্ণের গয়নায় লেখা থাকবে ‘মেড ইন বাংলাদেশ’। আশা করা যায় যেভাবে বাজুস এগিয়ে যাচ্ছে খুব শিগগিরই তা সম্ভব।

সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডের পর আমার কাছে মনে হয় বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড সাংবাদিকদের জন্য বড় আয়োজন। এই অ্যাওয়ার্ড সাংবাদিকদের আরও উৎসাহিত করবে দেশের স্বর্ণ শিল্প নিয়ে জানতে, ভাবতে ও কাজ করতে।

বাজুস মিডিয়া অ্যাওয়ার্ডের তিন ক্যাটাগরিতে মোট নয় সাংবাদিক পুরস্কার পেয়েছেন। অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন একুশে পত্রিকা ডটকমের প্রধান প্রতিবেদক শরীফুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার এফ এম আব্দুর রহমান। তৃতীয় হয়েছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মো. আবু সাইদ।

টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন চ্যানেল টোয়েন্টিফোর’র সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহরিয়ার আরিফ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার ফখরুল আহমেদ বাবু। তৃতীয় স্থান অর্জন করেছেন গাজী টিভির রিপোর্টার তৌহিদুর রহমান।

পত্রিকা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন দৈনিক জনকণ্ঠের বাণিজ্য সম্পাদক রহিম শেখ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন বিজনেস পোস্টের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেছেন কালবেলা পত্রিকার বাণিজ্য সম্পাদক শাহ আলম খান।

তারা ক্রেস্ট ও এক লাখ টাকা সমমূল্যের স্বর্ণ পুরস্কার পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here