নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থাকে অদৃশ্য হাতের প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রবিবার মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে প্রাইস মনিটরিং কমিটির সমন্বয় সভায় তারা এ বিষয়ে একমত হন।
এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ে প্রায় সময়ই সাধারণ মানুষ ব্যবসায়ীদের নিয়ে কটু মন্তব্য করেন। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ীই স্বচ্ছভাবে নিজেদের ব্যবসা পরিচালনা করতে চান। গুটি কয়েক মানুষের জন্য আমাদের সকলের বদনাম হচ্ছে। এই অবস্থা থেকে বের হওয়া জরুরি। একজন আদর্শবান ব্যবসায়ী কখনো কালোবাজারি হতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।
সরবরাহ ব্যবস্থাকে অস্থিতিশীল করে এমন ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উল্লেখ করে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি বলেন, দ্রব্যমূল্য সর্বসাধারণের নাগালে রাখতে সবার আগে সাপ্লাই চেইনকে অদৃশ্য হাতের প্রভাবমুক্ত করতে হবে। বাজারগুলোতে দৃশ্যমান ও অদৃশ্যমান চাঁদাবাজি বন্ধে আমরা সক্রিয়ভাবে কাজ করবো।
সভায় রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতা এবং আড়তদাররা অংশগ্রহণ করেন। এসময় রাজধানীর বিভিন্ন বাজারের আড়তদাররা জানান, স্থায়ী লাইসেন্স প্রাপ্ত আড়তদাররা বাজার অস্থিতিশীল করার পেছনে দায়ী নন। বিভিন্ন মহলকে চাঁদা দিয়ে যারা ফুটপাত কিংবা রাস্তার ওপর পণ্য কেনা-বেচা করে তারাই বাজার অস্থিতিশীল করার পেছনে দায়ী বলেও দাবি তাদের।
স্থায়ী লাইসেন্সপ্রাপ্ত আড়তদারদের অভিযোগ, রাতে পণ্য বোঝাই ট্রাক ঢাকার বাজারগুলোয় ঢুকলে- গাড়িতে থাকা অবস্থায় সেই পণ্য ২ থেকে ৩ বার হাতবদল হয়ে দাম বেড়ে যায়। এক্ষেত্রে ভাসমান ব্যবসায়ীরা অনেকাংশে দায়ী থাকলেও সরকারের বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহ অভিযান, জেল-জরিমানা করে স্থায়ী আড়তদারদের। আর অস্থায়ী বা ভাসমান ব্যবসায়ীরা দিনের আলো ফোটার আগেই উধাও হয়ে যান। ফলে সব ঘটনাতেই সাজা ভোগ করতে হচ্ছে স্থায়ী লাইসেন্সপ্রাপ্ত আড়তদারদের।
সভায় জানানো হয়, আগামী কয়েক সপ্তাহ এফবিসিসিআই’র প্রাইজ মনিটরিং কমিটি রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে বাজার কমিটি সমূহের সাথে বৈঠক করবে। এ সময় বাজার কমিটিগুলোকে সমস্যা সমাধানে সামষ্টিকভাবে অগ্রসর হওয়ার আহ্বান জানান মো. আমিন হেলালী।