সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপোতে থাকা একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে এ ঘটনা ঘটে।
লরির ব্যাটারি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।