বাগেরহাটে চাঁদ রাতে মোল্লাহাট উপজেলার একটি বাজারের দোকান থেকে ঈদুল-ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরশপুর বাজারের একটি দোকানের গোডাউন থেকে এই চাল জব্দ করেন উপজেলা প্রশাসন। জব্দ করা প্রতিটি বস্তায় ১০ কেজি চাল, ডাল, তেলসহ মোট ১৪ কেজি ৪০০ গ্রাম করে খাদ্য সামগ্রী রয়েছে।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার জানান, ঈদুল-ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বিশেষ বরাদ্দকৃত এসব সরকারি চালসহ খাদ্য সামগ্রী কোদালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছিল। চালগুলো কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে ইসমাইল হোসেন শেখ নামের এক ব্যবসায়ীর দোকানের গোডাউনে মজুদ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে ১৯ বস্তা চালসহ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।