বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামলায় উপমন্ত্রীর ৬ নেতাকর্মী আহত

0

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইদ্রিস আলী ইজারাদারের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। হামলায় নৌকার প্রার্থী পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহারের ৬ নেতাকর্মী আহত হয়েছেন। 

আহতদের মধ্যে রয়েছেন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন যুবলীগ নেতা শেখ সাদী বাদল (৩২), নাসির খাঁ (৪০), ইলিয়াস হোসেন (৪৫) ও মনিরুল ইসলাম (৫৫)। অন্য দুজনের পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।  তাদের মধ্যে গুরুতর আহত শেখ সাদী বাদলকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

এদিকে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের কাঠালী গ্রামে ঈগল প্রতীকের কর্মীরা শুক্রবার রাতে নৌকার কর্মী মাঝিবাড়ীর মোস্তফাদের বাড়িতে হামলা ও ভাংচুর করে। হামলার খরব পেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ও পুলিশ সুপার আবুল হাসনাত খান মোংলায় ছুটে যান। এসব হামলায় ঘটনায় নৌকার নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় মোংলা ও রামপাল থানা অভিযোগ দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here