বাগেরহাটের ফকিরহাটে প্রতারণা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ নিকারীকে (২৯) গ্রেফতার করেছে র্যাব-৬ এর একটি দল। বৃহস্পতিবার রাতে মেহেরপুর থেকে ফিরোজ নিকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ নিকারী বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট খাজুরা গ্রামের মিরাজ নিকারীর ছেলে।
শুক্রবার খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করে জানায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাত ২টার দিকে আসামিরা সুকৌশলে ভুক্তভোগীর ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটপাট করে। এ ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে একটি মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় জানান, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ নিকারীকে থানায় হস্তান্তরের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।