বাগেরহাটে চারটি আসনে প্রচার প্রচারণা শেষ মুহূর্তে মঙ্গলবার প্রার্থীরা নির্বাচনি জনসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করে ব্যস্ত সময় পার করেছেন।
বাগেরহাট ৪ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বিকালে রায়েন্দা স্কুল মাঠে নির্বাচনি জনসভাসহ দিনভর মোড়েলগঞ্জ ও শরণখোলার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করে ব্যাপক গণসংযোগ করেন।
বাগেরহাট ৩ আসনের নৌকার প্রার্থী উপমন্ত্রী হাবিবুন নাহার বিকালে মোংলা পোর্ট পৌরসভার হেলিপ্যাড মাঠে নির্বাচনি জনসভাসহ মোংলা ও রামপালে উঠান বৈঠক ও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। একই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মো. ইদ্রিস আলী ইজারাদার রামপাল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।
বাগেরহাট ১ আসনের নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিনের পক্ষে দলীয় নেতৃবৃন্দ তার নির্বাচনি এলাকা ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পথসভা, উঠান বৈঠক করে গণসংযোগ করেন। বাগেরহাট ২ আসনে নৌকার প্রার্থী শেখ তন্ময়ের পক্ষে দলীয় নেতৃবৃন্দ বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে ব্যাপক গণসংযোগ করেন।
এই আসনে লাঙ্গলের প্রার্থী হাজরা শহিদুল ইসলাম বাবলু বাগেরহাট সদরের রাখালগাছি ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন খানপুর ইউনিয়নে গণসংযোগ করেন।