যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেল বেদীতে পূস্পস্তাবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার মো. আবুল হাসনাত খান, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের দপ্তরের প্রধানগন।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন সভাপতিত্বে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে, একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।