বাগেরহাটের চিতলমারীতে নেশাগ্রস্ত যুবকের লোহার রডের আঘাত ও দায়ের কোপে চারী কৃষ্ণপদ হীরা (৫০) নিহত হয়েছেন। ওই যুবককে ধরতে গিয়ে চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার চর বড়বাড়িয়া গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে রাস্তায় পুলিশ কর্মকর্তাদের ওপর এ হামলা হয়। একই স্থানে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথচারী কৃষ্ণপদ হীরার উপর লোহার রড ও দা দিয়ে ওই যুবক হামলায় রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণপদ হীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান। আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারী শাহীন শেখকে (২৫) আটক করেছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান জানান, আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন।