বাগেরহাটে মাইক্রোর চাপায় বাসের সুপারভাইজার নিহত

0

বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোর চাপায় এনামুল সরদার মনি (৪০) নামে যাত্রীবাহী একটি বাসের সুপারভাইজার নিহত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী) রাত ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিংলজংগ এলাকার কামাল ফিলিং স্টেশনের সামনে সড়ক পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুপারভাইজার মনি খুলনার সোনাডাঙ্গা এলাকার পান্না সরদারের ছেলে।  

ফকিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, শুক্রবার (২০ জানুয়ারী) রাত ৮টার দিকে বাগেরহাট- খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিংলজংগ এলাকার কামাল ফিলিং স্টেশনের সামনে সড়ক পার হবার পর যাত্রীবাহী একটি বাসের সুপারভাইজার এনামুল সরদার মনিকে খুলনাগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় স্থানীয় লোকজন দৌড়ে আসলে চালক মাইক্রোবাসটি রেখে পালিয়ে যায়। জাতীয় জরুরী সেবার ৯৯৯ ফোন  পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেগ উদ্ধার ও মাইক্রোবাসটি হেফাজতে নেয়। পালিয়ে যাওয়া মাইক্রোবাসটি চালককে আটকের চেষ্ট চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এসআই হাসানুর রহমান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here