বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

0

বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেছে। সোমবার সকালে নতুুন কোর্ট চত্তর থেকে শুরু করে শহরের বিভিন্ন পয়েন্টে এই লিফরেট বিতলণ করা হয়। একই সময়ে জেলার নয়টি উপজেলা সদরেও লিফরেট বিতরণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাট জেলা আহ্বায়ক এস এম সাদ্দাম, সদস্য সচিব আজরুবা আরাবি নওরিন, যুগ্ন সদস্য সচিব শেখ বাদশা, মূখ্য সংগঠক আব্দুলাহ আল রুম্মানসহ জেলা জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, তাদের লিফলেট জুলাই বিপ্লবের আর্দশ মর্যাদাভিত্তিক সমাজ- রাষ্ট্র প্রতিষ্ঠা, ব্যক্তি ও সমাজের সহাবস্থানে বৈষম্যহীন, গণতান্ত্রিক এক রাষ্ট্রকল্প ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার সুরক্ষা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ স্বাধীন নিরপেক্ষ রাখা, বাহাত্তর-পঁচাত্তরের একদলীয় শাসন এবং এক-এগারোর বিরাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তনে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গঠনের কথা বলা হয়েছে। জুলাই বিপ্লবের আর্দশ বাস্তবায়নে তাদের দাবিগুলো দ্রুতই রাষ্ট্রিয় ভাবে ঘোষণার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here