বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

0

প্রতিপক্ষের হামলায় বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আনারুল ইসলাম ওরফে আনা (৫৫) নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের সমন্বনয়ক পুলিশ পরির্দশক বাবুল আক্তার ও বাগেরহাট পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ মাসুম জানান, বৈটপুর সুরখালী সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে বাগেরহাট পৌর যুবলীগের সদস্য সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলের নেতৃত্বে জুয়েল হাওলাদার ওরফে রাখা, গনেশ, নিবাশ ওরফে বাদশা, জামাল, বিল্লালসহ কয়েকজন শনিবার দুপুর ১টার দিকে চিংড়ি গবেষণা কেন্দ্রর সামনে আনারুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর সন্ত্রাসীরা তাকে রাস্তায় ফেলে উল্লাস করতে করতে মোটরসাইকেলে চলে যায়। স্থানীয়রা আহত আনারুলকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ৪টার দিকে মারা যান আনারুল।
 
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম ওরফে আনা’র উপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার ঘটনাস্থল পরির্দশ করেছেন। মরদেহ এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘাতকদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। ঘাতকদের গ্রেফতারে বাগেরহাটে পুলিশের সব ইউনিট অভিযান শুরু করেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here