বাগেরহাটে পানিবন্দি হাজারো মানুষ, ভেসে গেছে শতাধিক মাছের ঘের

0

বাগেরহাটের এক সপ্তাহের টানা বৃষ্টিপত ও নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিতে ভাসছে শহর থেকে গ্রাম। বাগেরহাট শহরের বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে, গেল ২৪ ঘণ্টায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মোংলা আবহওয়া অফিস। জেলায় পানিবন্দি হয়ে পড়েছে ৭ হাজার ৫১০টি পরিবার। তলিয়ে গেছে এক হাজার ৫৮০টি মাছের ঘের। অবিরাম বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন খেটে খাটা খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।

বাগেরহাট পৌর এলাকা ঘুরে দেখা যায়, শহরের মিঠাপুকুরপাড়, খানজাহান আলী সড়ক, শালতলার মোড়, সাধণার মোড়, রাহাতের মোড়, মাছবাজার, কাঁচাবাজার, চালপট্টী, পুরাতন বাজার মোড়, বাসাবাটি, সাহাপাড়া, খানজাহান পল্লী-গোবরদিয়া, খারদ্বার, ভূমি অফিস মোড়সহ বাগেরহাট পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেশকছিু সড়কে হাটু পর্যন্ত পানি ছিল। এছাড়া জেলার মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, কচুয়া ও মোংলা উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। 

মোংলা আবহওয়া অফিসের প্রধান আবহওয়া কর্মকর্তা মো. হারুন আর রশিদ জানান, বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাগেরহাট জেলাজুড়ে ভারি বৃষ্টিপাত অভ্যাহত রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। আগামী ৪৮ ঘণ্টা এমন অবস্থায় বিরাজ করবে। এ কারণে মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here