বাগেরহাটের রামপাল উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণ করে ঘেরের টংঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রহম আলীকে (২০) গ্রেফতার করা হয়েছে। গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার বিকালে রহম আলীকে গ্রেফতার করে র্যাব। শনিবার দুপুরে র্যাব -৬ এর প্রেস ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত রহমত আলী (২০) রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। রহমত আলীকে রামপাল থানায় হন্তান্তরের পর বিকালে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।