উপকূলীয় জেলা বাগেরহাটে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ। সেই সাথে হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে ঘন কুয়াশার কারণে সড়কে চলা যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের তীব্রতা বাড়তে থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে।
মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ জানান, রাতে বাগেরহাট জেলাজুড়ে তীব্র কুয়াশা বিরাজ করছে, যেটা ভোরে ঘন কুয়াশায় রূপ নিচ্ছে। দুপুরে কুয়াশা কেটে যাওয়ার পাশাপাশি শীতের তীব্রতাও কমে আসছে। রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমার পাশাপশি তীব্র কুয়াশা পড়ছে।