বাগেরহাটের রামপাল উপজেলায় রাশিদা খাতুন (৩৪) নামের এক গৃহবধূকে মারপিটের ঘটনায় সুন্দরবনের আত্মসমর্পণকৃত বনদস্যু মনি গাজীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কৈগরদাসকাটি এলাকায় অভিযান চালিয়ে মনি গাজীকে গ্রেফতার করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, পূর্ব বিরোধের জের ধরে গত ২২ মে দুপুরে উপজেলার কৈগরদাসকাটি সাইক্লোন শেল্টারের কাছে সুন্দরবনের আত্মসমর্পণকৃত বনদস্যু মনি গাজীসহ তার সহযোগীদের মারপিটে গুরুতর আহত হন গৃহবধূকে রাশিদা খাতুন। স্থানীয়রা গৃহবধূ রাশিদাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে সাবেক বনদস্যু মনি গাজীসহ তার সহযোগীদের নামে শুক্রবার রাতে রামপাল থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূ। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মনি গাজীকে কৈগরদাসকাটি এলাকায় গ্রেফতার করা হয়।