বাগেরহাটের ফকিরহাটে সাত কেজি গাঁজাসহ মো. নোমান সরদার (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার সকালে উপজেলার বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেলের সামনে তাকে আটক করা হয়। আটক নোমান জেলার বাগেরহাটের রামপাল উপজেলার পাটিয়া গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে।
র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাটের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি নোমানকে আটক করা হয়। এসময়ে তার কাছ থেকে সাত কেজি গাঁজা জব্দ করা হয়েছে। নোমান একজন পেশাদার মাদক কারবারি। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।