বাগেরহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহম্মদ খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আবুল হাসনাত খান, বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস।
আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা এসময়ে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চের ভয়াল কালো রাত সম্পর্কে আলোচনা করেন।