বাগেরহাটে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

0

বাগেরহাটের রামপাল উপজেলায় বসতবাড়ির অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে ১৯৩ কৃষককে উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে রামপাল উপজেলা অডিটোরিয়ামে কৃষি অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের মাঝে এসব পুষ্টি বাগান স্থাপনের উপকরণ সামগ্রী বিতরণ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহন কুমার ঘোষের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট কৃষি সম্প্রসা অধিদপ্তরের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম প্রমুখ। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here