বাগেরহাটে তেল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। সোমবার দুপুরে শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, গোপালগঞ্জ ধান গবেষনা ইনষ্টিটিউটেরপ্র ধান ড. মো. জাহিদুল ইসলাম, খুলনা ধান গবেষনা ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, বাগেরহাট জেলা মার্কেটিং অফিসার আব্দুস সালাম, বিএডিসিএ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় বক্তারা তেল জাতীয় ফসল উৎপাদনে চাষীদের আরো আগ্রহী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে তেল জাতীয় ফসল উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গৌরাঙ দাস ও বশির শিকদার, ফকিরহাটের মো. আসাদুজ্জামান ফকির ও মোতালেব মোড়ল এবং সদর উপজেলার মো. ওবায়দুল ইসলামকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথি ও কৃষকরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের খামারবাড়িতে উৎপাদিত বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করেন।