বাগেরহাটে এক প্রতারক আটক

0

বাগেরহাটে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মোশারেফ মৃধা (৪২) নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের রাহাতের মোড় সংলগ্ন একটি হোটেল তাকে আটক করা হয়। 

আটককৃতের কাছ থেকে এক হাজার টাকার ১৮টি হাজার টাকার নকল নোট, জাল নোট তৈরির ৪০ পিস সাদা কাগজ, ২ পিস কালো কাপর, চার পিস স্বচ্ছ কাচ, রাসয়নিক (তরল) পদার্থ ভর্তি  দুটি বোতল উদ্ধার করা হয়। 
আটক মোশারেফ মৃধা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাতকাছিমায়া গ্রামের শাহেদ আলী মৃধার ছেলে। সে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও প্রতারণার সাথে জড়িত। ধারণা করা হচ্ছে রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে তিনি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে বাগেরহাটে এসেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here