বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা আওয়ামী লীগ, বিএনপি, বাগেরহাট প্রেস ক্লাব, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের মানুষ।