বাগদাদের গ্রিন জোনে মার্কিন মিশনে রকেট হামলা হয়েছে। খবর অনুসারে, শুক্রবার বাগদাদের গ্রিন জোনে কূটনৈতিক মিশনে রকেট হামলা হয়েছে। ঘটনার পর ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কর্মীদের সুরক্ষার জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আমরা আবারও ইরাক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। দূতাবাসের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, কূটনৈতিক ও জোটের অংশীদার কর্মী ও স্থাপনারক্ষার মিশনে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে।