বাখমুত থেকে পালিয়েছে রুশ সেনারা : ভাগনার প্রধান

0

বাখমুত ছেড়ে পালিয়েছে রুশ সেনারা বলে জানিয়েছেন রাশিয়ার অসরকারি সেনা ভাগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি জানান, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাহিনী শহরের একটা প্রান্ত থেকে পালিয়েছে। ফলে সেদিকটা অরক্ষিত হয়ে গেছে।

প্রিগোজিনকে পুতিনের শেফ বলা হয়, কারণ, তিনি আগে ক্রেমলিনের ক্যাটারিং কন্ট্রাক্ট পেয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ করার চাইতে চেঁচামিচি বেশি করছে। রাশিয়ার সেনা এমন গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে কেন পালালো তারও ব্যাখ্যা দিয়েছেন প্রিগোজিন।

বাখমুত অধিকারের জন্য ভাগনারের উপরই নির্ভর করছে রাশিয়া। তারাই সেখানে রুশ আক্রমণের পুরোভাগে আছে। গত কয়েকমাস ধরে লড়াই করেও বাখমুতে ইউক্রেনের সেনাকে পুরোপুরি সরানো যায়নি। কিছুদিন আগে ভাগনার জানিয়েছিল, তাদের অস্ত্র ও গোলাবারুদ না দিলে তারা বাখমুত ছেড়ে চলে আসবেন। তারপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অস্ত্র ও গোলাবারুদ দেয়ার কথা জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ৯ মে বিজয় দিবসের আগে বাখমুত অধিকার করতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি। বাখমুতের কাছেই ইউক্রেনের সেনার সঙ্গে ছিলেন এএফপির ভিডিও কোঅর্ডিনেটর আরমান সলডিন। ইউক্রেনের সেনার উপর রকেট হামলা করে রাশিয়ার বাহিনী। তাতেই ৩২ বছর বয়সি ফরাসি নাগরিক সলডিনের মৃত্যু হয়। এএফপি চেয়ারম্যান বলেছেন, সংবাদসংস্তা তার মৃত্যুতে বিপর্যস্ত বোধ করছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা চান, রাশিয়ার সেনা যেন তাদের প্রয়োজনীয় জিনিস অন্য দেশ থেকে না পায়। চিনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনো দেশ যদি একতরফা চীন বা সেদেশের সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে তাহলে তারা তার প্রবল বিরোধিতা করবেন। ইইউ এখন রাশিয়ার অস্ত্র কারখানাগুলোকে সাহায্য করার জন্য কয়েকটি চীনা সংস্থার বিরুদ্ধে নিযেধাজ্ঞা জারির কথা ভাবছে।

সূত্র : ডয়চে ভেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here