ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ইউক্রেনের বাখমুত থেকে তার বাহিনীর সেনাদের সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন।
ওয়াগনার রাশিয়ায় একটি বেসরকারি সামরিক সংস্থা। তারা ভাড়ায় যোদ্ধা সরবরাহ করে। এই গ্রুপের সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর ঘিরে ব্যাপক লড়াই করছে।
ওয়াগনারপ্রধান বলেন, গোলাবারুদের এ ঘাটতি পূরণ না হলে আমরা ইঁদুরের মতো আতঙ্কিত হয়ে ছুটোছুটি করব না। হয় আমরা সেনা প্রত্যাহার করব, নয়তো মারা যাব। বাখমুত থেকে কিছুসংখ্যক যোদ্ধা সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেন প্রিগোজিন। তবে বাখমুত থেকে সেনা সরালে ইউক্রেনের অন্যান্য জায়গায় রুশ সেনাদের অবস্থান নাজুক হয়ে পড়বে বলে সতর্ক করেন তিনি।
শনিবার সন্ধ্যায় নিজস্ব প্রেস সার্ভিসের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত অডিও বার্তায় ওয়াগনারপ্রধান বলেন, গোলাবারুদ কম থাকায় তার বাহিনীর ৯৪ যোদ্ধাকে হারাতে হয়েছে। তিনি বলেন, ‘যদি আমাদের কাছে আরও গোলাবারুদ থাকত, তাহলে মৃতের সংখ্যা পাঁচ ভাগের এক ভাগ হতো।’
এর আগে ওয়াগনারপ্রধান অভিযোগ করেছিলেন, রাশিয়ার নিয়মিত সশস্ত্র বাহিনী তার নেতৃত্বাধীন বেসরকারি বাহিনীটিকে প্রয়োজনীয় গোলাবারুদ দিচ্ছে না। রাশিয়ার শীর্ষ নেতারা বিশ্বাসঘাতকতা করেছেন বলেও অভিযোগ তার।