ইউক্রেনের একাধিক শহর বা অঞ্চল ধ্বংসযজ্ঞে পরিণত করেছে মস্কো। তবে কয়েকটা শহরে তীব্র প্রতিরোধের মুখে পড়ে রুশ সৈন্যরা। তার মধ্যে অন্যতম হল বাখমুত শহর। যুদ্ধ শুরুর বেশ কয়েক মাস ধরে ইউক্রেন সৈন্যরা দৃঢ়তার সঙ্গে শহরটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। যদিও মস্কো শহরটি দখলে নিতে সবশেষ ১৬ এপ্রিল আক্রমণ করে। সে সময় ব্রিটিশ একটি পর্যবেক্ষণে বলা হয়, ওই হামলার পর ইউক্রেনের সৈন্যরা বাখমুত শহরের কিছু অংশ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।
তবে ভিন্ন পর্যবেক্ষণ বা তথ্য দিচ্ছে হোয়াইট হাউস। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি দাবি করেন, তাদের বিশ্বাস, ইউক্রেনের বাখমুত শহর দখল নিতে রাশিয়ার ২০ হাজারের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। এমন কি ৮০ হাজার সৈন্য আহত হয়েছেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এমনটাই দাবি করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে, রাশিয়ার নিহত সৈন্যের অর্ধেকই ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর।
সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস।