ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত। বেশ কয়েক মাস ধরেই এই নগরটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে রাশিয়ার সেনারা। গেল ২৪ ঘণ্টায় বাখমুতে বেশ কয়েকটি হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনারা।
আর রাশিয়ার সেনারা দাবি করেছে, তারা বাখমুত নিয়ন্ত্রণে নেওয়ার খুব কাছাকাছি। রুশ ওয়াগনার প্রাইভেট আর্মির দাবি, চারদিক থেকে বাখমুত শহর ঘিরে ফেলা হয়েছে।
অন্যদিকে শনিবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনের রাশিয়া অধ্যুষিত এলাকা দোনেস্ক সফর করেছেন।
গত ছয় মাস ধরে বাখমুত দখলে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট আগেই বলেছেন, বাখমুতের পরিস্থিতি দিনে দিনে আরও ভয়াভহ হয়ে উঠছে।
সার্বিক পরিস্থিতি বলছে বাখমুতে সম্মুখ সমরে রাশিয়া এগিয়ে রয়েছে। আর অনেকটা কোণঠাসা হয়ে পড়া ইউক্রেন আছে পশ্চিমাদের ভারী ও আধুনিক অস্ত্রের অপেক্ষায়।
সূত্র: বিবিসি