বরিশালের বাকেরগঞ্জে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে তার দুই সহপাঠী।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফয়সাল (১৮) উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি উপজেলার জাহাঙ্গীর মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
আহত সহপাঠী রাকিব ও মুশফিক বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. মাসুদ জানান, বিকট শব্দ শুনে গ্রামের লোকজন রাস্তায় এসে দেখেন টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। তখন আহতদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আর দুইজন চিকিৎসাধীন রয়েছে।
নিহত ফয়সালের স্বজন সাইদুর রহমান জানান, দুর্ঘটনার সময় কে মোটরসাইকেল চালাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। আহতরা সুস্থ হলে এ বিষয়ে জানা যাবে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। টমটমের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে টমটমের চালককে পাওয়া যায়নি।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। সবাইকে বরিশাল নিয়ে গেছে। বিস্তারিত কিছু জানি না।