বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের উদ্যোগে ওপেন এডুকেশনাল রিসোর্স ব্যবহার করে ব্লেন্ডেড লার্নিংয়ের ওপর শিক্ষকদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী এক কর্মশালা রবিবার থেকে বাউবির গাজীপুর ক্যাম্পাসে শুরু হয়েছে। কমন ওয়েলথ অব লার্নিং এর অঙ্গ সংগঠন দিল্লির কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া এই কর্ম শিবিরের আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আখতার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।
ভারতের রাজস্থানের সঙ্গম বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর মানস রঞ্জন পানিগ্রাহী এই কর্মশিবিরের মুখ্য প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন। কর্মশিবিরের উদ্ভোধনী অনুষ্ঠানে বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল এবং রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওপেন স্কুলে ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশিবিরে বাউবির ৩২ জন শিক্ষক অংশ নিচ্ছেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ওপেন স্কুলের শিক্ষক ড. মো: মিজানুর রহমান।