পটুয়াখালীর বাউফলে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। বিশেষ অতিথি বাউফল উপজেলা পরিষদ ভাস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মিডিয়া কর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ।