পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও স্থানীয় এমপির সাথে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল দশটায় সংসদ সদস্য আলহাজ্ব আ স ম ফিরোজ বাউফল ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সোনালী ব্যাংকের সাবেক জিএম মোঃ আলাউদ্দিন হাওলাদার, বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, সাবেক সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য এনায়েত খান সানা, মনা বনিক, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক, কলেজের শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।