বাউফলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

0

পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।  কর্মসূচির মধ্যে আজ সকাল ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদ নির্বাহী অফিসার মোঃ বশির গাজী সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অংশগ্রহণ করেন বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড, নির্বাচনকালীন ম্যাজিস্ট্রেড তানজিল কবির, সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here