পটুয়াখালীর বাউফল উপজেলায় ধানবোঝাই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউফল–দশমিনা সড়কের কালাইয়া ইউনিয়নের সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম মোতালেব হোসেন (১৯)। তিনি দশমিনা উপজেলার বগুড়া গ্রামের বাসিন্দা ও জালাল মেকারের ছেলে। আহতরা হলেন, আসাদুল ইসলাম ও বশার হোসেন। তারাও একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মোতালেব হোসেন ইজিবাইকযোগে কালাইয়া থেকে দশমিনার দিকে যাচ্ছিলেন। পথে সরদার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোতালেব হোসেন মারা যান।
আহত দুই যাত্রীকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

