পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম এর সাথে বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হক, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগের সাধারণ সম্পাদক মনির মোল্লা প্রমুখ।