বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বশির গাজীর সাথে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাউফল শাখা সংসদের নেতৃবৃন্দ ও শিল্পীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাউফলের সাংস্কৃতিক সংগঠনের বর্তমান অবস্থা ও বাউফলে শিল্পকলা একাডেমি গঠনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন উদীচী সভাপতি হারুন অর রশিদ খান ও সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ বনিক।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ মিয়া, বগা ডঃ ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব হুমায়ুন কবির প্রমুখ।