বাউফলে আন্ত স্কুল মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

0

বাউফলে আন্ত স্কুল মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে ছেলেদের খেলায় আব্দুল সালাম মৃধা মাধ্যমিক বিদ্যালয়, মেয়েদের খেলায় আয়লা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

পটুয়াখালীর বাউফলে ৫০তম গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল-মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় ছেলেদের মধ্যে আবদুস সালাম মৃধা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বিলবিলাস সিনিয়র ফাজিল মাদ্রাসা রানারআপ হয়েছ। মেয়েদের খেলায় আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হয়।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দশম জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ আ স ম ফিরোজ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল হক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, পটুয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান, পরিচালনা কমিটির সম্পাদক মঞ্জুর  মোর্শেদ,  প্রধান শিক্ষক  তুষার  কান্তি ঘোষ, মাহাবুব আলম, মিজানুর রহমান,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  প্রধান,  শারীরিক শিক্ষকবৃন্দ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here