বাইরে থেকে অনেক কিছু মনে হয়; কেন বললেন সাকিব?

0

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ৬টায় শুরু হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৬ জুলাই।

উপলক্ষ টি-টোয়েন্টি হলেও সিলেটে বৃহস্পতিবার (১৩ জুলাই) সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে আসে ওয়ানডে সিরিজ ও তামিম ইকবালের অবসর কাণ্ড। তামিমের অবসর নিয়ে সরাসরি কোনো কিছু বলেননি টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে এটা নিশ্চিত করেছেন যে, দলে কিংবা ড্রেসিংরুমে কখনো অস্থিরততা দেখেননি আগে এবং বর্তমানেও তা নেই।

আফগানিস্তানের কাছে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারে। এই হারের কারণেই এসব কথা হয় বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘অবশ্যই রেজাল্টের কারণে সব সময় আপনারা চিন্তা করেন যে ড্রেসিং রুমের অবস্থা ভালো না খারাপ। আমার কাছে মনে হয় না ড্রেসিং রুমের পরিবেশ খুব একটা পরিবর্তন হয় আমরা জিতি অথবা হারি।

এখানে সাকিব দেখিয়েছেন পেশাদারিত্ব। হারুক-জিতুক সেটাতে দলের অবস্থান পরিবর্তন হয় না। তাদের নজর থাকে কিভাবে আরও ভালোভাবে দলের জন্য অবদান রাখা যায়।

‘আমাদের চেষ্টা থাকে প্রতিদিন কিভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসেবে টিমের জন্য পারফর্ম করতে পারি ও টিমের জন্য অবদান  রাখতে পারি’ —এভাবে বলেন সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here