ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সু (Julie Su) এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন দ্বি-পাক্ষিক বিষয়ে আলোচনা করেন।
বিকেলে ইউএস ডিপার্টমেন্ট অব লেবার আয়োজিত এক অনুষ্ঠানের সাইডলাইনে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
একই সময়ে রাষ্ট্রদূত ইমরান ইউএস ডিপার্টমেন্ট অব লেবার-এর ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি’র (Thea Lee) সঙ্গেও সাক্ষাত করেন। বৈঠক দুটিতে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গার্মেন্টস সেক্টর-সহ বাংলাদেশের শ্রমিকদের জীবনমানের সার্বিক কল্যাণে সীমিত সম্পদ সত্বেও শেখ হাসিনার সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সঠিক তথ্য বাইডেনের প্রশাসনের জানা দরকার ছিল। সেই ঘাটতি পূরণে রাষ্ট্রদূত ইমরানের এই বৈঠকের গুরুত্ব অপরিসীম।