দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পরিচালিত জরিপ প্রতিবেদন অনুযায়ী ৪ সেপ্টেম্বর জানা গেল, অর্থনীতি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট বাইডেনের প্রতি অসন্তুষ্ট ৫৯ শতাংশ ভোটার। ২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ভোটার হিসেবে তালিকাভুক্ত আমেরিকানদের ওপর এ জরিপ চালানো হয়।
প্রতি ৪ জন ভোটারের ৩ জনই বলেছেন, মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরার প্রক্রিয়াটি ভুল পথে পরিচালিত হচ্ছে। এছাড়া, ৬১ শতাংশ ভোটার পুনরায় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে পছন্দ করছেন না বলেও জরিপে উদঘাটিত হয়েছে।
জরিপ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এখনও বাইডেনের চেয়ে জনপ্রিয় বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অপরাধের বেশ কয়েকটি মামলা দায়ের হওয়া সত্বেও তার জনপ্রিয়তায় তেমন ভাটা পড়েনি বলেও জরিপ পরিচালনাকারিরা মন্তব্য করেছেন।