যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নতি আশা করার কোনো মানে হয় না।
তিনি বলেন, অদূর ভবিষ্যতে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি অসম্ভব বলে মনে হচ্ছে। বর্তমান প্রশাসন হোয়াইট হাউসের ওভাল অফিসে কীভাবে থাকা যায় সেদিকেই মনোনিবেশ করছে।
রাষ্ট্রদূত আরও বলেন, মস্কোর কনসার্ট হলে হামলার পর কোনো মার্কিন সিনেটর বা কংগ্রেসম্যান রুশ দূতাবাসে সমবেদনা জানাবেন বলে তিনি আশা করেছেন। কিন্তু ‘এ ধরনের কিছুই ঘটেনি’।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একজন অপ্রাপ্তবয়স্ক কর্মকর্তাকে পাঠিয়েছে। তিনি মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত গ্রহণকারী নন।