বাংলা চ্যানেল পাড়ি দিলেন ইবি শিক্ষার্থী মুসা

0

টানা ছয় ঘণ্টা সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা হাশেমী। তিনি প্রথমবারের মতো জয় করছেন বাংলা চ্যানেল। তিনি এবারের সাঁতারের অভিজ্ঞতা জানিয়েছেন।

‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ আয়োজিত এই আসরে দেশ-বিদেশের দুইজন নারীসহ ৪৩ জন সাঁতারু অংশ নেয়। গতকাল সকাল ৯টায় শুরু করে প্রায় সাড়ে ৬ ঘণ্টা (বিকাল ৩টা ২৭ মিনিট) সাঁতরে তিনি গন্তব্যে পৌঁছান। মুসা হাশেমী আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশন, হক ‘ল’ একাডেমি, ইবির লালন শাহ হল এবং তা’দিলুল উম্মাহ একাডেমির স্পন্সরে এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি। 

যাত্রা শুরুর সময়ের অনুভূতি জানিয়ে তিনি বলেন, প্রথমদিকে ভাবছিলাম অচেনা একটি পরিবেশে রাত্রে ১৬ কিলোমিটার পাড়ি দেওয়া আমার পক্ষে সম্ভব হবে কিনা। কিন্তু পরবর্তীতে কিছুটা যাওয়ার পর অভ্যস্ত হয়ে গেলাম। যখন আমি মাঝ সমুদ্রে তখন হঠাৎ একটা জেলিফিশ গায়ে স্পর্শ হওয়াতে জ্বলতে শুরু করে। ভোটে থাকা মেডিসিন নিয়ে কিছুটা উপশম হয়।

তিনি আরও বলেন, আমার ইচ্ছে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা বাংলা চ্যানেল জয় করে জাতির সামনে তুলে ধরার। সেই চেষ্টা সফল হয়েছে বলে আমি মনে করি। যে অনুভূতি নিজের মধ্যে তৈরি হয়েছে সেটা বলে বুঝানো অসম্ভব।

বিশ্ববিদ্যালয় থেকে বাংলা চ্যানেল সুইমিং এ অংশগ্রহণকারীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে আগামীতে এমনটা আশা করি।

প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এ বছরের বাংলা চ্যানেল সাঁতার। বঙ্গোপাসাগরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রপথ বাংলা চ্যানেল নামে পরিচিত। এবারের আয়োজনে দুইজন নারীসহ ৪৩ জন অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here