বাংলায় কোরিয়ান ড্রামা ‘মিস্টার কুইন’

0

ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে এবার যুক্ত হয়েছে বাংলায় ডাবিংকৃত কোরিয়ান ধারাবাহিক ‘মিস্টার কুইন।’ শুধু তাই নয়, বায়োস্কোপের নতুন এই আকর্ষণে কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি শাওন ও টয়া!

দেশের কে-ড্রামাপ্রেমীদের জন্য ইতোমধ্যে বাংলায় ডাবিং করা ‘দ্য টেল অব দ্য নাইন-টেইলড’ ও ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’র মত কে-ড্রামাগুলো বায়োস্কোপের দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলেছে। এবার ‘মিস্টার কুইন’ সিরিজটিতে দর্শকরা খুঁজে পাবেন চলতি সময়ের একজন আধুনিক শেফের গল্প, যে হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে নিজেকে বহু শতাব্দী আগের একজন রানীর বেশে আবিষ্কার করে। বাংলা সংলাপসহ এই রোমান্স ও কমেডি ভরা সিরিজটি আগ্রহী দর্শকরা এখনই বায়োস্কোপের পর্দায় উপভোগ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here