বাংলাদেশ সিরিজের আগে আয়ারল্যান্ড শিবিরে ধাক্কা

0
বাংলাদেশ সিরিজের আগে আয়ারল্যান্ড শিবিরে ধাক্কা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রস অ্যাডায়ারকে পাচ্ছে না আয়ারল্যান্ড। হাঁটুর চোটে ছিটকে গেছেন এই ওপেনার। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন জর্ডান নিল। যিনি ইতোমধ্যেই সফরকারী দলের টেস্ট স্কোয়াডের সদস্য হিসেবে বাংলাদেশে অবস্থান করছেন।

ক্রিকেট আয়ারল্যান্ড সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সিরিজ শুরুর আগে অ্যাডায়ারকে হারানো আয়ারল্যান্ডের জন্য একটি বড় ক্ষতি বলে জানিয়েছেন দলটির নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট।

এক বিবৃতিতে তিনি বলেন, রসকে হারানো আমাদের জন্য হতাশাজনক। ২০২৫ সালে টি-টোয়েন্টি ওপেনার হিসেবে তার গুরুত্ব আমরা দেখেছি। আমরা বাংলাদেশের মাটিতে তার পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিলাম।

৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার সম্প্রতি দুর্দান্ত ফর্মে ছিলেন। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৮ বলে ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। চলতি বছরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন ৪৮ রান, আর ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন যথাক্রমে ২৬ ও ৩৩ রানের ইনিংস।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেটে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ১৯ নভেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শেষে ২৭ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here